• আজ ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে ৫০০বোতল ফেনসিডিল সহ দুইজন গ্রেপ্তার।

| Evan Adil ৪:১৫ অপরাহ্ণ | জুন ৬, ২০২৪ লিড নিউজ

রাকিবুল আওয়াল পাপুল,শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতীতে ৫০০বোতল ফেনসিডিল সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সকাল সাড়ে ১০ টার দিকে তাদেরকে গ্রেপ্তার করে ঝিনাইগাতি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, শ্রীবরদী উপজেলার গেরামারা গ্রামের আব্দুল্লাহ খন্দকারের পুত্র মোর্শেদ খন্দকার ফকির (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের জয়নাল আবেদীনের পুত্র মোঃ আমীর হোসেন (৩০)।

গ্রেফতারকৃতদের কাছে থেকে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও একটি অটো রিক্সা জব্দ করা হয়।উদ্ধারকৃত ফেন্সিডিলের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষ ৫০ হাজার টাকা।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদলের নির্দেশে এসআই তনু নন্দন কুমার রুরামের নেতৃত্বে একদল পুলিশ সদস্যরা ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গজনী ও বাকাকুড়া বাজারের মধ্যবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের সময় আরও ২/৩ আসামী পালিয়ে যায়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনের মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।