• আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী |

ছাগল নিয়ে আলোচিত মতিউর কি ভারতে পালিয়ে গেছেন?

| নিউজ রুম এডিটর ৬:৫৮ অপরাহ্ণ | জুন ২৪, ২০২৪ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

ছাগলকাণ্ডের ঘটনায় আলোচনায় থাকা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো. মতিউর রহমান রোববার (২৩ জুন) কোনো এক সময় আখাউড়া স্থলবন্দর হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে। তবে আলোচনার গুঞ্জনের বিষয়টিকে সেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা।

গুঞ্জন ও আলোচনার বিষয়ের মধ্যে প্রধান আলোচনার বিষয় ছিল, রোববার বিকেলের দিকে এক প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে আখাউড়া স্থলবন্দর দিয়ে মতিউর রহমান ভারতে পালিয়ে গেছেন। তার চেহারা আড়াল করতে সিন্ডিকেটের পরামর্শে তিনি মাথার চুল ফেলে ছদ্মবেশে পালিয়ে যান বলে আলোচনা চলছে।

ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমানের হদিস পাওয়া যাচ্ছিল না। তার বিভিন্ন বাসভবনে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি। এমনকি কোরবানির ঈদের ছুটির পর অফিস খুললেও তিনি আর অফিসে আসেননি বলে অভিযোগ রয়েছে।

এদিকে এনবিআর সদস্য মতিউর রহমানের দেশ ছেড়ে পালানোর গুঞ্জনের বিষয় সম্পর্কে জানতে চাইলে, আখাউড়া ইমিগ্রেশনের ইনচার্জ মো. খায়রুল আলম বলেন, ‘এনবিআর সদস্য মতিউর রহমানের দেশ ছাড়ার বিষয়টি আমাদের জানা নেই। কারণ তিনি আখাউড়া স্থলবন্দরের দিয়ে দেশ ত্যাগ করলে, তার লাল পাসপোর্ট থাকত। লাল পাসপোর্টধারী যাত্রীর বিষয়ে আমরা অনেকটাই সতর্ক থাকি।’ মতিউর রহমানের দেশ ছেড়ে পালানোর বিষয়টিকে সেফ গুজব বলে উড়িয়ে দেন তিনি।

এদিকে আখাউড়া স্থলবন্দরের অপর একটি সূত্র জানায়, দেশত্যাগের নিষেধাজ্ঞা না থাকলে যে কেউ বৈধ পাসপোর্ট নিয়ে অন্যদেশে যেতে পারেন। তার পাসপোর্ট নম্বরটি পেলে তিনি আখাউড়া দিয়ে ভারত গেছেন কিনা বিষয়টি নিশ্চিত হওয়া যেত।

আখাউড়া স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার বলেন, ‘এনবিআর সদস্য মতিউর রহমানের দেশত্যাগের বিষয়টি সম্পর্কে আমরা নিশ্চিত নই। বিভিন্ন মাধ্যমে এ সংক্রান্ত বিষয়ে খবর পাচ্ছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভারতের ইমিগ্রেশনের সাথে কথা বলেছেন। তবে এ সম্পর্কে কোনো সঠিক তথ্য কিংবা খোঁজ পাওয়া যায়নি।’

উল্লেখ্য, ছেলে মুশফিকুর রহমান ইফাতের ‘১৫ লাখ টাকার ছাগল কেনা’ ইস্যুতে তোপের মুখে পড়েন মতিউর। ইফাতের ছাগল কেনার বিষয়টি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই তা ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়। শুধু তাই নয়, বেরিয়ে আসতে থাকে এই কর্মকর্তা ও তার পরিবারের অঢেল সম্পদের তথ্য।