• আজ ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র | জুলাই আন্দোলনকে একাত্তরের সঙ্গে তুলনা, তোপের মুখে সিভিল সার্জন | সন্দ্বীপের কলঙ্ক থেকে আজ মুক্ত: প্রধান উপদেষ্টা | দুপুরে বিসিবির জরুরি সভা, আসতে পারে কয়েকটি সিদ্ধান্ত | থাইল্যান্ডে ইউনূস-মোদি বৈঠক প্রসঙ্গে যা বললেন জয়শঙ্কর | এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না | প্রধান উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ | প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ | নেতানিয়াহুর বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর | অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর |

হল খোলার দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ, আল্টিমেটাম

| নিউজ রুম এডিটর ৮:২৩ অপরাহ্ণ | জুলাই ১৭, ২০২৪ জাতীয়

 

মানিক হোসেন, ইবি: হল খোলার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৭জুলাই) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় সমাবেত হতে শুরু করে শিক্ষার্থীরা। পরে সাড়ে ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাংলোর সামনে অবস্থান গ্রহণ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এসময় হল খুলে দেওয়ার জন্য তারা উপাচার্যকে ৩০ মিনিটের আল্টিমেটাম দেয়। পরে উপাচার্য সমন্বয়কদের সাথে তাদের দাবি নিয়ে বৈঠক করেন। বৈঠকে উপাচার্যকে আগামীকাল সকালের মধ্যে হল খুলে দেওয়ার দাবি জানান। পরে শিক্ষার্থীরা বটতলায় জড়ো হয়ে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা পড়েন।

বিক্ষোভ মিছিলে তারা ‘চাকরিতে কোটা, মানি না, মানবো না’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, কোটার ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা পদ্ধতি নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘কোটা প্রথায় নিয়োগ পেলে, দুর্নীতি বাড়ে প্রশাসনে’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, কোটা প্রথার ঠাই নাই’, ‘দেশটা নয় পাকিস্তান, কোটার হোক অবসান’ সহ নানা স্লোগান দেন।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, সরকারি সিদ্ধান্তের আলোকে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত পরিবর্তনটাও সময়সাপেক্ষ ব্যাপার। আমরা এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব৷