• আজ ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 আওয়ামী লীগ কি নিষিদ্ধ হচ্ছে, যা জানালেন আসিফ মাহমুদ | দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রধান উপদেষ্টা | জামাতার স্বপ্ন পূরণেই কি ‘গাজা দখল’ নিতে চান ট্রাম্প? | আনিসুল হকের ‘বান্ধবী’ তৌফিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা | প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মনির হায়দার | ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি | ‘হাসিনা তুমি এই প্রজন্মের সঙ্গে বিট্রেই করে ভুল করেছো’ | ‘কাউয়া কাউয়া’ স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর, আগুন | হাসিনার ভাষণে ক্ষুব্ধদের ‘৩২ নম্বর’ ভাঙচুর, আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে প্রচার | সৃজিত প্রসঙ্গে কথা বলতে চান না মিথিলা |

সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

| নিউজ রুম এডিটর ৫:১৭ অপরাহ্ণ | জুলাই ৩১, ২০২৪ সারাদেশ, সিলেট

 

একে মিলন সুনামগঞ্জ থেকে :“ভরবো মাছে মোদের দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে দশটায় র‌্যালী, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয় এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সহ পোনামাছ অবমুক্ত করণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসন,জেলা মৎস্য অধিদপ্তর এবং জেলা তথ্য অফিস এর আয়োজনে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্হায়ী কমিটির সভাপতি ডা. মোহাম্মদ সাদিক।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল হাসান, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি মান্নান প্রমুখ ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার শামশুল করিম ।

সভায় বক্তারা বলেন, আমারা মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ । তবে আমাদের দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তি হতে যাচ্ছে। এসব মাছ রক্ষায় আমাদেরকে সচেতন হতে হবে। মাছের পোনা মারা বন্ধ করতে হবে।

উৎপাদনের দিকে মৎস্য চাষিদের আরও মনোযোগী হতে হবে। তা না হলে দেশী মাছ বিলুপ্ত হয়ে যাবে।

আলোচনা সভা শেষে তিনজন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়। পরে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের পুকুরে চল্লিশ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করেন সাংসদ ডা. মোহাম্মদ সাদিক ।