• আজ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু |

শোক প্রকাশ নিয়ে আসিফ নজরুলের স্ট্যাটাস, কী বললেন অভিনেত্রী শাওন

| নিউজ রুম এডিটর ১:১২ পূর্বাহ্ণ | আগস্ট ১৬, ২০২৪ জাতীয়

 

সাধারণ শিক্ষার্থী ও মানুষের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট ক্ষমতা থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলকে।

 

এ অধ্যাপক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন। এ নিয়ে বিভিন্ন সময় নানা মাধ্যমে কথা বলেছেন। যা নিয়ে ব্যাপক আলোচনায় ছিলেন ড. আসিফ নজরুল।

 

অন্তর্বর্তী সরকারের আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া এ অধ্যাপক আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। বিভিন্ন সময় রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রের অনিয়ম ও সাংবিধানিক ইস্যুতে মতামত জানাতে দেখা গেছে তাকে। তার গত বছরের একটি ফেসবুক স্ট্যাটাস সম্প্রতি পুনরায় ছড়িয়ে পড়েছে। ‘শোক প্রকাশের স্বাধীনতা চাই’ শিরোনাম শীর্ষক সেই পোস্ট আবার নিজের টাইমলাইনে শেয়ার করেছেন সংগীতশিল্পী, অভিনেত্রী ও নির্মাতা এবং কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন।

 

গত বছরের ২২ আগস্ট ফেসবুক ভেরিফায়েড পেজে ড. আসিফ নজরুল এক স্ট্যাটাসে লিখেছিলেন, ‘শোক প্রকাশের স্বাধীনতা চাই। কার মৃত্যুতে কে দুঃখিত হবে, এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। কার দুঃখে কে দুঃখ পাবে বা কার জন্য কে দোয়া করবে, এটাও একান্ত ব্যক্তিগত বিষয়। এর ওপর কোনোরকম রাষ্ট্রীয়, রাজনৈতিক বা ব্যক্তিগত হস্তক্ষেপ হতে পারে না। শোক প্রকাশের স্বাধীনতা থাকতেই হবে।’

 

এদিকে অভিনেত্রী শাওন ড. আসিফ নজরুলের সেই পুরনো স্ট্যাটাসটি বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১টা ৫০ মিনিটে ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে শেয়ার করেছেন। তাতে ক্যাপশন হিসেবে ‘ক্ষমাপ্রার্থী ইমোজি’ জুড়ে দিয়েছেন হুমায়ূনপত্নী।

প্রসঙ্গত, ড. আসিফ নজরুল সম্পর্কে অভিনেত্রী শাওনের জামাতা। কেননা, এ অধ্যাপক বিয়ে করেছেন হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রীর সন্তান অভিনেত্রী শিলা আহমেদকে।