• আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজদিখানে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৫:৪৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৩০, ২০২৪ জাতীয়

 

সিরাজদিখান প্রতিনিধিঃ আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছরের শাসন আমলে দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তা ব্যক্তি ছাড়া বিরোধী রাজনৈতিক দল তথা বিএনপি ও জামায়াতে ইসলামীর কোন নেতাকর্মীদের আইনশৃঙ্খলা কমিটির কোন সভায় উপস্থিত থাকতে দেখা না গেলেও দীর্ঘ ১৫ বছর পর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখতে রাখতে দেখা গেছে। সোমবার দুপুরে অডিটোরিয়াম হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে সভায় সিরাজদিখান উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষের নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন,সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের সভাপতি সুব্রত দাস রনক,সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নাসির উদ্দিন, সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম মিয়াসহ আরো অনেকে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.সাইফুল ইসলাম,থানার ওসি খন্দকার হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আঞ্জুমান আরা, কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র, এলজিইডি প্রকৌশলী মো.রেজাউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানি নাগ, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ, হাফেজ মো.ফজলুল হক, এ এইচ এম সাইফুল ইসলাম, করিম শেখ, দেবব্রত সরকার (টুটুল)সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

এদিকে, মাসিক আইনশৃংখলা কমিটির সভায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ মোহাম্মদ আবদুল্লাহর যোগদানকে কেন্দ্র উপজেলা পরিষদ আঙিনায় বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়।

ধর্মবর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রশাসনের কর্মব্যক্তিদের সমন্বয়ে সিরাজদিখান উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গঠিত হবে এমনটাই প্রত্যাশা সিরাজদিখান উপজেলার সর্বস্তরের জনসাধারণের।