• আজ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু |

দূর্গাপূজায় আইনশৃস্খলা রক্ষায় সেনাবাহিনী বিজিবিসহ আইনশৃস্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন —-কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী

| নিউজ রুম এডিটর ২:১২ অপরাহ্ণ | অক্টোবর ৬, ২০২৪ জাতীয়

বিশেষ প্রতিবেদক: সারা দেশে উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এ বছর শারদীয় দূর্গাপূজায় আইনশৃস্খলা রক্ষায় সেনাবাহিনী বিজিবি পুলিশ র‌্যাব সহ সকল আইনশৃস্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকা রাজারগাঁও শ্রী অদ্বৈত জন্মধাম পূজা মন্ডপে জনসচেতনতামূলক মতবিনিময় সভায় শনিবার বিকেলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিজিবি’র সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেছেন।

তিনি আরো বলেন,সীমান্তের ৮ কিলোমিটার এলাকার মধ্যে থাকা সকল পূজা মন্ডপে সৌহার্দপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষে আইনশৃস্খলা রক্ষা, সার্বিক নিরাপক্তা,দুস্কৃতিকারিদের নাশকতামূলক কর্মকান্ডের অপচেষ্টা প্রতিরোধে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রতিটি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্ধ এবং স্থানীয় মানুষজনের প্রতি আহবান জানান।।

বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার যে কোন পূজা মন্ডপে অপ্রীতকর ঘটনা রোধে মোবাইল ফোনে কল করলেই বিজিবির টহলদল ১৫ মিনিটের মধ্যে মন্ডপে পৌছতে সক্ষম জানিয়ে বিজিবি সেক্টর কমান্ডার আরো বলেন এজন্য প্রতিটি ওিপিতে বিজিবি’র জনবল বৃদ্ধি করা হয়েছে, বিওপি ছাড়াও ইেজ ক্যাম্প তৈরী করা হয়েছে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের অধিনায়ক লে.কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

উপজেলার লাউরগড় মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. মইনুল ইসলাম,শ্রী অদ্বৈত জন্মধাম পূজা উদযাপন কমিটির সভাপতি মধুসূদন রায় প্রমুখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত,এ বছর আগামী ৯ থেকে ১৩ অক্টোবর পাঁচ দিন ব্যাপী সারাদেশব্যাপী সনাতন ধর্মালম্বীদেও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূচজা অনুষ্টিত হবে।

সভায় সনাতন ধর্মালম্বী নারী পুরুষ,বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ প্রমুখ উপস্থিত ছিলেন।