• আজ ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 ৫ আগস্টের আগের তত্ত্বে বিচার চলবে না: অ্যাটর্নি জেনারেল | ঢাকাসহ ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস | নতুন দলে সব পক্ষের মন জোগাতে শীর্ষ পদের সংখ্যা বাড়ছে, চলতি সপ্তাহে আত্মপ্রকাশ | রোজা ১ মার্চ হলে ৩৩ বছর পর ঘটতে পারে ‘বিরল’ যে ঘটনা | ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা | মোহাম্মদপুরে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলি, নিহত ২ | শুনানিতে বেশি কিছু বলার দরকার নেই: আইনজীবীকে পলক | আপাতত আ. লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: আসিফ | উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র গ্রেপ্তার | শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ |

জাদুকাটায় সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি-আনার জব্দ

| নিউজ রুম এডিটর ১০:৫৮ অপরাহ্ণ | নভেম্বর ২৭, ২০২৪ সারাদেশ, সিলেট

 

 

জাদুকাটায় নৌপথে সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি ও আনারের চালান জব্দ করেছে বিজিবি। বুধবার দুপুরে জব্দ তালিকা শেষে সিলেট সেক্টরের ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক আরও জানান, ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির একটি বিশেষ টহল দল বুধবার সকালে সীমান্ত নদী জাদুকাটার নৌপথে অভিযান চালায়।

অভিযানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরবগামী একটি ইঞ্জিনচালিত ট্রলারে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে নিয়ে আসা ১০ হাজার ২৫০ কেজি চিনি ও ৫৭৫ কেজি আনার জব্দ করে বিজিবি। জব্দকৃত চিনি ও আনারের সরকারি মূল্য প্রায় ১৪ লাখ টাকা।