• আজ ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত |

মোদির পোস্টের জবাবে যা বললেন নৌপরিবহন উপদেষ্টা

| নিউজ রুম এডিটর ৫:২৭ অপরাহ্ণ | ডিসেম্বর ১৭, ২০২৪ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখে এটা তাদের ব্যাপার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মতো করে বলেছেন। কিন্তু বিশ্ববাসী জানে এটা শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এমন মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সিলেটে মেরিন একাডেমির তৃতীয় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: সময় সংবাদ

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সিলেটে মেরিন একাডেমির তৃতীয় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: সময় সংবাদ
ইকরামুল কবির

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সিলেটে মেরিন একাডেমির তৃতীয় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় সিলেট মেরিন একাডেমি প্যারেড গ্রাউন্ডে একাডেমির তৃতীয় ব্যাচ শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

ভারতের প্রধানমন্ত্রীর টুইট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে জবাবে ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘এটা কেবল নরেন্দ্র মোদি তার মতো করে বলেছেন। তার এমন মন্তব্যে মুক্তিযোদ্ধারা যারা এখনো বেঁচে আছেন, তারা আহত হয়েছেন।’

মুক্তিযুদ্ধে ভারত সাহায্য সহযোগিতা করেছে সেটা অস্বীকার করি না- এমন কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বের ইতিহাসের অন্যতম একটি ঘটনা।’

মেরিন একাডেমিকে নৌবাহিনীর সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা চলছে বলে জানান এই নৌপরিবহন উপদেষ্টা।’

এর আগে সিলেট একাডেমিতে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সিলেট এডাকেমির কোর্স সম্পন্ন করা ৪১ জন সমুদ্রযোদ্ধা অংশ নেন।

এ বছর সিলেট একাডেমি থেকে সব বিষয়ে সর্বোচ্চ কৃতিত্বের জন্য কমান্ড্যান্ট স্বর্ণপদক পেয়েছেন মাহমুদুল আলম সায়েম।