

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে এরিয়া প্রোগ্রাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় ১৪ মে বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নিবন্ধিত শিশুদের জন্মদিন উৎসব পালিত হয়।
আয়োজিত জন্মদিন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বীরেন্দ্রনাথ বিশ্বাস,উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস,মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক শেফালী আক্তার রাখি,ওয়ার্ল্ড ভিশনের উপজেলা প্রোগ্রাম অফিসার স্টিফেন স্বপন হালদার ও মিলিতা সরকার।
অনুষ্ঠানে নিবন্ধিত সকল শিশু ও অভিভাবকগনের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটা হয় এবং পরিশেষে উপস্থিত সকল শিশুর মাঝে খাতা ও কলম বিতরণ করা হয়।