

সিলেট প্রতিনিধি : ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি হিলস এবং পশ্চিম জৈন্তিয়া খাসি হিলস জেলায় কারফিউ জারি করা হয়েছে। মেঘালয় থেকে প্রকাশিত একাধিক সংবাদমাধ্যম মঙ্গলবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনার রেশ ধরে টানা দুই মাসের জন্য কারফিউ জারি করা হয়। ৯ মে কারফিউ শুরু হয়। প্রতিরাত ৮টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকছে।
ভারতের মেঘালয় পূর্ব খাসি হিলস জেলা ম্যাজিস্ট্রেট আরএম কুরবাহ, পশ্চিম জৈন্তিয়া খাসি হিলসের ম্যাজিস্ট্রেট অভিনব কুমার সিংয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম কারফিউর সংবাদটি প্রকাশ করে।
সীমান্তের এপার-ওপার অনুপ্রবেশ, জঙ্গি চলাচল, আন্তঃসীমান্তে অবৈধ কার্যকলাপ প্রতিরোধে বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়াহীন অংশে রাতে কারফিউ জারি করেন ভারতের ওই দুই জেলা ম্যাজিস্ট্রেট। এমনটি জানায় মেঘালয়ের সংবাদমাধ্যম। উদ্ভূত পরিস্থিতিতে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সিলেট ৪৮ ব্যাটালিয়ন ও সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বলে বিজিবির দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
নর্থইস্ট নিউজ, ভয়েজ ৭ (সেভেন), দ্য স্টেটম্যানসহ ভারতের একাধিক গণমাধ্যমে ৯ ও ১০ মে কারফিউ জারির বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করে।