• আজ ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন |

সাতক্ষীরায় ২টি তক্ষক সাপসহ আটক-১

| Evan Adil ৬:২৩ অপরাহ্ণ | জুন ১১, ২০২৫ লিড নিউজ, হেডার স্ক্রল
  • সাতক্ষীরায় ২টি তক্ষক সাপসহ আটক-১

 

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২টি তক্ষক সাপসহ ১ পাচারকারীকে আটক করেছে।

গত ৯ ও ১০ জুন ডিবির অভিযানে সাতক্ষীরা সদরের মাগুরা এলাকায় আটকের ঘটনা ঘটে। আটককৃতের নাম মো: ইমদাদুল ইসলাম (৩৫)। তিনি সাতক্ষীরা সদরের মাগুরা এলাকার নজরুল ইসলামের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যা জানান, গোয়েন্দা শাখার এসআই মোঃ মিনাজ উদ্দীন সঙ্গীয় ফোর্স সহ প্রথমে ইং-০৯/০৬/২৫ তারিখ ২০.০৫ ঘটিকায় অভিযান চালিয়ে মাগুরা মোড়ের পাকা রাস্তার উপর থেকে মোঃ ইমদাদুল ইসলাম (৩৫) এর ফেলে যাওয়া একটি তক্ষক সাপ ও একটি মটরসাইকেল উদ্ধার করেন।

পুলিশ অভিযানে উদ্ধারকৃত তক্ষক।

পুলিশ  অভিযানে  উদ্ধারকৃত তক্ষক।

পরবর্তীতে ওই আসামীকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান পরিচালনা করে। মাগুরা সাকিনস্থ মোঃ ইমদাদুল ইসলাম (৩৫) এর বসত বাড়ীর পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর” হতে ১০/০৬/২৫ তারিখ সন্ধ্যায় ওই আসামী সহ অন্য আর একটি তক্ষক সাপ সহ গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সাতক্ষীরা থানায় মামলা দায়ের করা হয়েছে।