• আজ ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এনসিপির সমাবেশে হামলা: সরকারের কঠোর বার্তা | সারাদেশে ব্লকেডের ডাক দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন | গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি | মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার |

লালমনিরহাটকে যারা অবহেলা করে তারা লালমনিরহাট বেড়াতে আসবে: দুলু

| নিউজ রুম এডিটর ৩:১১ অপরাহ্ণ | জুন ১৬, ২০২৫ রাজনীতি, লালমনিরহাট

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি: বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘আজকে লালমনিরহাটকে যারা অবহেলা করে তারা লালমনিরহাট বেড়াতে আসবে কক্সবাজার না গিয়ে’|

রোববার (১৫ জুন) সন্ধ্যায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তর বাংলা কলেজ মাঠে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘মডেল কলেজ’ হিসেবে ঘোষিত হওয়ার আনন্দে আয়োজিত “মডেল কলেজ উৎসব” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবীব দুলু বলেন, আমরা লালমনিহাটবাসী সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি তিস্তা নদীর যারা। পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদরের একটি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি জেলা প্রায় ১’শ কিলোমিটার ব্যাপী লালমনিরহাটকে ধ্বংস স্তুপে পরিণত করেছে।

তিনি আরও বলেন, বিগত সরকারের তিন তিনটা মন্ত্রী এ জেলায় ছিল তিস্তা নদীর ব্যাপারের তাদের কোন পরিকল্পনা ছিল না। কিভাবে পকেট ভারী করবে, কিভাবে মোটাতাজা হবে সেই কাজে তারা ব্যস্ত ছিল। অথচ জেলার মানুষ ভূমিহীন হয়ে গেছে, ফকির হয়ে গেছে, ভিক্ষুকে পরিণত হয়েছে এ ব্যাপারে তারা কথা বলিনি।

দুলু বলেন, ফ্যাসিস্ট সরকার গত ১৫ বছরে দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে তার বিনিময়ে অযোগ্য শিক্ষক নিয়োগ দিয়েছে। সরকারী প্রশাসনের কিছু লোক জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ করে দিয়েছে। প্রশাসনের টেবিলের নিচে ঘুষ নেওয়া আজও বন্ধ হয়নি।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে একটি গ্রহণযোগ্য নির্বাচন অত্যাবশ্যক। দ্রুত নির্বাচন তফসিল ঘোষণা করা হলে দেশের মানুষ শান্তি পাবে।

কলেজের সভাপতি ডা. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকার। এসময় আরও বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠান শেষে তিস্তা বাঁচাও আন্দোলনের একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনের আয়োজন শেষ হয়।