• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

সাতক্ষীরায় চেয়ারম্যানের ছেলের বাসা থেকে মাদক ও অস্ত্র উদ্ধার, আটক-২

| নিউজ রুম এডিটর ৫:৪১ অপরাহ্ণ | জুন ১৮, ২০২৫ সাক্ষাৎকার, সাতক্ষীরা

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা দেবহাটার কুলিয়ার সাবেক চেয়ারম্যানের ছেলের বাড়ি থেকে বিপুল পরিমান মাদক, অস্ত্র সহ দুই জনকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১৬ জুন) রাতে উপজেলার কুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকৃতরা হলেন, দেবহাটার কুলিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুল হকের ছেলে দেলোয়ার হোসেন শাওন ও ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা কামনুর গাজী। থানা পুলিশ জানায়, মাদক দ্রব্য আছে এমন গোপন খবর পেয়ে সোমবার রাত ৯টার দিকে কালিগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কাদিরের নেতৃত্বে শাওনের বাড়ীতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ। এসময় সাবেক চেয়ারম্যানের ছেলে শাওন ও ভারতীয় নাগরিক কামানুর গাজী কে আটক করা হয়।

পরে শাওনের বাড়ী থেকে বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় অস্ত্র, মদের বোতল, নগদ টাকা , ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচাজর্ (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, আটককৃতদের কাছ থেকে ইয়াবা-৭৯১ পিস, গ্যাস লাইট-০২ টি, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, গোল্ড লিফ সিগারেট ৬ প্যাকেট, আধার কার্ড-০১টি, অ্যান্ড্রয়েড ফোন-০৫ টি, বাটন ফোন-০১ টি, বৈদেশিক মুদ্রা মালদিব-১০ রুপাইয়া, ইন্ডিয়ান-৭০ রুপি, আমেরিকান ৫ ডলার, বাংলাদেশী নগদ টাকা ১২৯০০০ টাকা, রান দা-১টি, কাটারি-০১টি, চাইনিজ কুড়াল-০১টি, চাকু-০৩টি, মদের বোতল ০৫টি, সিম কার্ড ০৮টি ও একটি পাসপোর্ট ০১টি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার (১৭জুন) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।