

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তঃধর্মীয় এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১০ টায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকেল্পের সহযোগিতায়,পিস ফ্যাসিলিটেটর (পিএফজি) গ্রুপ এর আয়োজনে, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ।
পিএফজি’র উপজেলা সমন্বয়ক ফারুক হোসেন সামাদ এর সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার(ভূমি) বদরুদ্দোজা, থানার ওসি মতলুবর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আব্দুল্লাহ আল জাবির, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। এ সময় অন্যানের মধ্যে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন ফকির, আব্দুস সালাম, ঈমাম হাসান বিন মালেক, পুরোহীত শশংকর চক্রবর্তী ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে সামাজিক সম্প্রীতি নিশ্চিত করতে দল মত নির্বিশেষে পিএফজি কমিটির মাধ্যমে মোরেলগঞ্জ উপজেলার সকল জনগণকে সাথে নিয়ে আগামীতে কাজ করার কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতি হাতে নেওয়া হয়। উপস্থিত সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসন, উগ্রবাদ ও জঙ্গিবাদ মুক্ত একটি মর্যাদাপূর্ন, নিরাপদ ও বৈচিত্রপূর্ন মোরেলগঞ্জ গড়তে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করার মত প্রকাশ করেন।
উক্ত সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ রেজবিউল কবির এবং মোঃ আবু তাহের।