• আজ ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কুরমিটোলা হাসপাতালে রোগীদের ভোগান্তি চরমে

| নিউজ রুম এডিটর ৪:১২ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ১২, ২০২৫ বাংলাদেশ, স্বাস্থ্য

 

স্টাফ রিপোর্টার: রাজধানীর কুরমিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা নানামুখী ভোগান্তির শিকার হচ্ছেন। মৌলিক সুবিধা না থাকায় হতাশা বাড়ছে রোগীদের মধ্যে।

হুইলচেয়ার পেতে জমা দিতে হয় টাকা

হাসপাতালে প্রবেশের পরপরই রোগী পরিবহনের জন্য হুইলচেয়ারের প্রয়োজন হয়। কিন্তু বিনামূল্যে তা পাওয়া যায় না। স্বজনদের অভিযোগ, একটি হুইলচেয়ার নিতে হলে আগে ৫০০ টাকা জমা দিতে হয়। ফলে অনেক গরিব ও মধ্যবিত্ত পরিবার এ টাকা দিতে না পেরে রোগীকে কষ্ট করে হেঁটেই নিতে বাধ্য হন।

ফ্যান থাকলেও চলে না

গাইনি বিভাগে রোগী ও স্বজনদের জন্য ফ্যান বসানো হলেও তা চালু থাকে না। গরমে রোগীরা যখন অতিষ্ঠ হয়ে ওঠেন, তখন এক নিরাপত্তা কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়—কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ফ্যান চালানোর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রেখেছে।

রোগী ও স্বজনদের ক্ষোভ

একজন রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে এভাবে কষ্ট পেতে হবে, তা ভাবিনি। হুইলচেয়ার পেতে টাকা জমা দিতে হয়, আবার গরমে বসার মতো পরিবেশও নেই।”

কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন

এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, সরকারি হাসপাতাল হয়েও কেন রোগীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হচ্ছে এবং কেন রোগীদের মৌলিক সেবা থেকে বঞ্চিত রাখা হচ্ছে।

দ্রুত সমাধানের দাবি

রোগী ও স্বজনরা দ্রুত এসব সমস্যার সমাধান চান। তারা বলেন, সরকারি হাসপাতালে সেবা পেতে গিয়ে এ ধরনের ভোগান্তি হলে গরিব মানুষের চিকিৎসার শেষ ভরসাটুকু নষ্ট হয়ে যাবে।