
শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডে পুলিশী অভিযানে বুধবার দিবাগত রাতে ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন কৃষক লীগের সদস্য মো.হারুন মোল্লা (৫০), পঞ্চকরণ ইউনিয়নের হানিফ শরীফ (৪৭), মাহফিজুর রহমান হিরু (৫০), যুবলীগ নেতা মনিরুল ইসলাম (৪৭) কে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
অপরদিকে এনআইঅ্যাক্ট মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আরও ১ জন গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতলুবর রহমান জানিয়েছেন।






















