

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধীদের যে ভাতা দেওয়া হচ্ছে তা বাড়ানো হবে। পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা ও আবাসস্থল তৈরি করা হবে।
শনিবার (১৬ জুলাই) বিকালে লালমনিরহাটে শিশু পরিবারে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাসের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ’সরকার সবসময় প্রতিবন্ধীদের কথা ভাবেন। তাই তাদের জন্য নতুন নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এতে তারা যেমন শান্তিতে থাকতে পারবেন তেমনি কর্মসংস্থান সৃষ্টি হবে।’
তিনি আরও বলেন, ’সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন শান্তি নিবাসে ৬০ বছর বয়সের ঊর্ধের নারী ও পুরুষরা আশ্রয় পাবেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শান্তি নিবাসের প্রকল্প পরিচালক সাদিকুল হক, জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান, সমাজসেবা অধিদফতরের উপ- পরিচালক আব্দুল মতিন ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু।