• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

সিরাজদিখানে অটো রিক্সার ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু!

| নিউজ রুম এডিটর ৭:২৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৭, ২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

স্টাফ রিপোর্টারঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে অটো রিক্সার ধাক্কায় ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের আরমহল গ্রামে অজ্ঞাত একটি অটো রিক্সার ধাক্কায় আবির হোসেন(৭) নামে ওই শিশুর গুরুতর আহত হলে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। জানা যায়, উপজেলার মালখানগর ইউনিয়নের আরমহ গ্রামে খালার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় আবির হোসেন নামের ওই শিশুকে অজ্ঞাত নামা অটো রিক্সা ধাক্কা মেরে ফেলে রেখে যায়।

এতে শিশু আবির হোসেন গুরুত্বর জখম প্রাপ্ত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত আবির হোসেনের জখম গুরুতর হওয়ায় হাসপাতালের চিকিৎসক তাকে প্রাথমিক দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। গুরুত্বর আহত আবির হোসেনকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আবির হোসেন উপজেলার মালখানগর ইউনিয়নের মালপদিয়া গ্রামের মিন্টু শেখের ছেলে।