

সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর আবিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর খেকে অভিযুক্ত যুবক মো. কাউছার ছৈয়াল পলাতক রয়েছে। সেই ওই গ্রামের কামাল সৈয়ালের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় অভিযুক্ত মো. কাউছার ছৈয়াল শিশুটিকে ফুসলিয়ে মোস্তফা ছৈয়ালের বাড়ির ছাদে নিয়ে যায়। পরে বাড়ির ছাদে শিশুর চাচী বিষয়টি দেখতে পান এবং তিনি সহ পরিবারের লোকজন সেখানে গিয়ে অসুস্থ্য অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। এদিকে ঘটনার পর পরই পালিয়েছে অভিযুক্ত কাউছার ছৈয়াল। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
সিরাজদিখান থানার (ওসি) মোঃ আবু বকর জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।