• আজ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজদিখানে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ ড্রেজিংয়ের পাইপলাইন অপসারণ ও বিনষ্ট!

| নিউজ রুম এডিটর ৯:৪০ অপরাহ্ণ | জুলাই ৯, ২০২৫ মুন্সীগঞ্জ, সারাদেশ

 

সিরাজদিখান প্রতিনিধিঃমুন্সিগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমান আদালতের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় স্থাপনকৃত ড্রেজিংয়ের অবৈধ পাইপলাইন অপসারণ ও বিনষ্ট করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলার মালখানগরের নাটেশ্বর, বাড়ৈপাড়া, ইছাপুরার রাজদিয়া, বয়রাগাদীর হাজী বাড়ি ও নোয়াদ্দা ব্রিজ সংলগ্ন এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি। পাশাপাশি স্থানীয় জনসাধারণকে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন ও ভরাটসহ জমির শ্রেণি পরিবর্তন থেকে বিরত থাকার বিষয়ে সচেতন করা হয়।

 

এছাড়া এ ধরনের বে আইনি কর্মকান্ডের সাথে জড়িতদের শাস্তির বিষয়ে অবহিত করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি জানান, ৭ টি স্পটে অবৈধভাবে ড্রেজার দ্বারা বালু উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়। জনস্বার্থে অবৈধ ড্রেজার পরিচালনা, অনুমোদনহীন ভরাটের মাধ্যমে শ্রেণি পরিবর্তন রোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে জানান এই কর্মকর্তা।