• আজ ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আরজে কিবরিয়ার বিরুদ্ধে কক্সবাজার থানায় স্ত্রীর অভিযোগ

| নিউজ রুম এডিটর ৫:০১ অপরাহ্ণ | জানুয়ারি ১২, ২০২৩ সারাদেশ

কক্সবাজার বেড়াতে গিয়ে স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় আরজে কিবরিয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় তার স্ত্রী লিখিত অভিযোগ করেন।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি বলেন, আরজে কিবরিয়ার বিরুদ্ধে স্ত্রীকে মারধরের একটি অভিযোগ পেয়েছি। পারিবারিক সমস্যা নিয়ে বিষয়টি হয়েছে বলে মনে হয়। তবে এটা এত বড় সমস্যা নয়।

এ বিষয়ে জানতে আরজে কিবরিয়ার মুঠোফোন কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।