• আজ ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নড়াইলে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ তিন জুয়াড়িকে গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৭:১৪ অপরাহ্ণ | জুন ১২, ২০২৩ অপরাধ-দুর্নীতি

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলা ডিবি পুলিশ জুয়ার সরঞ্জামসহ তিন জন জুয়াড়িকে গ্রেফতার করেছে।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (১১জুন) বিকালে নড়াইল সদর থানাধীন সীমাখালী বিলের মধ্য থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জয়দেব কুমার বসু সঙ্গীয় ফোর্সসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন- নড়াইল সদর উপজেলার বেদভিটা গ্রামের মৃত ফুল মিয়া শেখের ছেলে বাদশা মিয়া (৫৫) ও একই গ্রামের ওসমান গনি বিশ্বাসের ছেলে বিকুয়ার বিশ্বাস (৪০) ও একই উপজেলার বল্লারটোপ গ্রামের সোবহান শেখের ছেলে শিপলু শেখ (৩৫)। এ সময় জুয়ার আসর থেকে নগদ ছয় হাজার একশত) টাকা, দুই সেট তাস ও জুয়ার আসরে বসার কাজে ব্যবহৃত একটি মাদুর জব্দ করে পুলিশ। পুলিশ সুপার নির্দেশনায় জুয়ামুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।