• আজ ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

টেকনিক্যাল থেকে গাবতলী পেরোতেই ঘণ্টা পার

| নিউজ রুম এডিটর ২:৫৭ অপরাহ্ণ | জুন ২৭, ২০২৩ জাতীয়

ঈদে স্বজন-প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে কর্মস্থল ঢাকা ছেড়ে গ্রামে ফিরছেন ঘরমুখো মানুষ। এর চাপ পড়েছে সড়কে। রাজধানীর আন্তঃজেলা বাস টার্মিনাল ও গাবতলী হাটের কারণে সড়কে যানবাহনে ধীরগতি। সিগনাল পড়লেই লেগে যাচ্ছে যানজট। টেকনিক্যাল থেকে গাবতলী পার হতে সময় লাগছে প্রায় ঘণ্টাখানেক। এত যানবাহনের চাপ সামাল দিয়ে ট্র্যাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতে হিমশিম খাচ্ছেন পুলিশ সদস্যরা।

সড়কে নিয়োজিত ট্র্যাফিক পুলিশ সদস্যরা বলছেন, ২৪ ঘণ্টা রোস্টার করে শ্যামলী থেকে আমিনবাজার পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে সড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে কাজ চলছে। কিন্তু এ মহাসড়ক ঘেঁষে গড়ে ওঠা পশুর হাটের জনসমাগম, সঙ্গে ঘরমুখো মানুষের জটলা, ঈদযাত্রার পরিবহন ও পশুবাহী পরিবহন সামলাতে পুরো নাকানিচুবানি অবস্থা। গত রাত ৩টা থেকে যানবাহনের তীব্র চাপ বেড়েছে। বড় বাধা তৈরি করছে সড়কের বিকল হয়ে পড়া যানবাহনগুলো।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, রাজধানীর টেকনিক্যাল মোড়, মাজার রোড, গাবতলী রজব আলী মার্কেট, গাবতলী আন্তর্জাতিক বাস টার্মিনাল ও গাবতলী পর্বত সিগনালসহ প্রত্যেকটি পয়েন্টে আটকে যাচ্ছে গাড়ি। একটি পয়েন্ট ক্লিয়ার করতে বাকি পয়েন্টে থমকে যাচ্ছে যানবাহন। প্রত্যেক পয়েন্টে থামছে যাত্রীবাহী বাস। এছাড়া কাউন্টারের সামনে সারি সারি গাড়ি পার্কিং করা অবস্থায় দেখা যায়।

হাজারো যাত্রী বৃষ্টি উপেক্ষা করে কর্দমাক্ত রাস্তায় হেঁটে সড়কেই ভাড়া নিয়ে দর কষাকষি করে উঠে পড়ছেন যানবাহনে। অনেককে অপেক্ষায় থাকতে দেখা যায় কাঙ্ক্ষিত ও গন্তব্যের যানবাহনের জন্য। রাজধানী টেকনিক্যাল, মাজার রোড, রজব আলী মার্কেট এবং পর্বত সিগনালে যানবাহন ও হাটে আসা যাত্রীর চাপ অনেক বেশি।

যোগাযোগ করা হলে ডিএমপির ট্র্যাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, টেকনিক্যালে চাপ রয়েছে। গাবতলী গরুর হাটের কারণে ঈদুল আজহায় সড়কে চাপ বেশি পড়ে। যদিও তুলনামূলকভাবে অন্যান্য বছরের চেয়ে এবার চাপ একটু কমই।

তিনি দাবি করে বলেন, একটি পয়েন্টে আমাদের ট্র্যাফিক ফোর্স কাজ করছে। কিন্তু গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত ১২ টি যানবাহন সড়কে বিকল হয়ে যায়। যে কারণে চাইলেও গাড়ির চাপ কমানো যাচ্ছে না। বিকল হওয়া গাড়ির পেছনে যানজট লেগে যাচ্ছে। সেই বিকল গাড়ি সরাতেও পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।

মিরপুর ট্র্যাফিক বিভাগের দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঘরমুখো যাত্রীবাহী যানবাহন, নিয়মিত যানবাহন, পশুবাহী যানবাহন, পশু ক্রেতা-বিক্রেতার চাপ এবং সড়কের এপার থেকে ওপারে গরু-ছাগল ও মানুষের পারাপারের কারণে যানবাহনের গতি কমে গেছে। চতুর্মুখী চাপে হিমশিম ট্র্যাফিক পুলিশ সদস্যরা। আমরা যথাসাধ্য চেষ্টা করছি গাবতলী পর্বত সিগনালকে সচল রাখার জন্য। কিন্তু এর মধ্যে কিছু যানবাহন বিকল হয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।