

দিনাজপুর সদর উপজেলার কাঞ্চন নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কাঞ্চন নদীর রাজাপাড়ার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- সদর উপজেলার রামনগর গোবরাপাড়া এলাকার পল্টনের ছেলে রাইয়ান (৪) ও একই এলাকার বাবুর ছেলে সিহাদ (৫)।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে পল্টন কাঞ্চন নদীতে মাছ ধরতে গেলে তার ছেলে রাইয়ান ও ভাগনে সিহাদ সঙ্গে যায়। নদীতে মাছ ধরার সময় কোনো এক ফাঁকে দুই শিশু নদীতে পড়ে ডুবে যায়। পরে পল্টন তাদেরকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। এ সময় তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে নদীতে খুঁজতে থাকলে বেলা ১১টার দিকে রাইয়ানকে ও তার আধাঘণ্টা পর সিহাদকে খুঁজে পায় এলাকাবাসী। উদ্ধারের পর তাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।