• আজ ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ, যে সব কথা হলো | দুঃখ প্রকাশ করলেন মাহফুজ আলম | ৭ দিনের মধ্যে ঢাকা উত্তর-দক্ষিণ সিটির নির্বাচনের সিডিউল ঘোষণার জন্য সরকারকে লিগ্যাল নোটিশ | সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে কি না, পুনর্বিবেচনা করবে বিএনপি | তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা শেখ হাসিনা | আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক | রাতে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা | অভ্যুত্থানের নেতৃত্বে থাকা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া মোটেই স্বাভাবিক নয়’ | বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের | দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ইশরাক সমর্থকদের |

ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে আপন শিশু বিকাশ ফাউন্ডেশন

| নিউজ রুম এডিটর ১১:৫২ অপরাহ্ণ | আগস্ট ৮, ২০২৩ জাতীয়

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে জনসাধারণকে সচেতন করে তুলতে আলোচনা সভা, র‌্যালি ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় রাজধানীর উত্তর বাড্ডার ঢাকা সিটি করপোরেশনের আওতাভুক্ত ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর এর অফিস প্রাঙ্গনে জনসচেতনতা মুলক এক সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিশু মনোবিজ্ঞানী সুলতানা রাজিয়া। আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এস এম সামসুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সেলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আপন শিশু বিকাশ ফাউন্ডেশন বাড্ডা থানার সভাপতি এড:নাজমা সুলতানা নীলা ( সম্পাদক ও প্রকাশক) peoplesnews24.com, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাস্টার, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ফরিদ উদ্দিন রব্বানী প্রমুখ।

সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- পূর্বাচল ইউনিট আওয়ামী লীগ নেতা মো. স্বপন, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদক অপর্ণা বিশ্বাস, এনামুল হক প্রধান প্রমুখ।

অনুষ্ঠানের বক্তারা ডেঙ্গু প্রতিরোধে করণীয় প্রসঙ্গে আলোচনা করেন। এসময় তারা বাড়ির আশপাশ যতটা সম্ভব পরিষ্কার রাখার পরামর্শ দেন। ঘরের ভেতরে থাকা ফুলের টব কিংবা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার এবং ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করতে বলেন। মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত তিন বার স্প্রে বা ফগিং করার পরামর্শ দেন। এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলা ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানো এবং মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির পাশাপাশি ম্যাট ব্যবহারের পরামর্শ দেন বক্তারা। পাশাপাশি শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি হওয়ার পাশাপাশি কিছু লক্ষণ দেখা দিলে ডেঙ্গু সন্দেহে নিকটস্থ চিকিৎসকের দারস্থ হবার পরামর্শ দেন তারা।

সভা শেষে ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনের সড়কে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে গণসংযোগের মাধ্যমে সচেতনতা বাড়াতে জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয় সম্বলিত লিফলেট প্রদান করা হয়।