• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা |

১০১ সদস্য বিশিষ্ট শেরে বাংলার জন্ম সার্ধশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি ঘোষণা

| নিউজ রুম এডিটর ৭:০১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৫, ২০২৩ গণমাধ্যম
নিজস্ব প্রতিবেদক : ৫ই সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার সকাল ১১ টায় শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ১৫০তম সার্ধশতবার্ষিকী উদযাপনে জাতীয় কমিটি ঘোষণা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর—রুনি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক সাবেক তথ্য সচিব সৈয়দ মাগুর্ব মোর্শেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী এড. মাহবুবুর রহমান দুলাল, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান ফজলুল হক, শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের আহ্বায়ক সেলিনা আক্তার, সদস্য সচিব আর কে রিপন, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান সহ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সৈয়দ মাগুর্ব মোর্শেদকে আহ্বায়ক ও পীরজাদা শহীদুল হারুনকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট শেরে বাংলার জন্ম সার্ধশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ মঞ্জুর হোসেন ঈসা, যুগ্ম সদস্য সচিব সেলিনা আক্তার, আর কে রিপন। যুগ্ম আহ্বায়ক ও অন্যান্য সদস্যদের নাম পরবর্তী সভায় প্রকাশ করা হবে।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয় যে শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের পরিবারের সদস্যবৃন্দ এই কমিটির সম্মানিত সদস্য হিসেবে থাকবেন। এছাড়াও শেরে বাংলার নামে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাঁর নামে যে সমস্ত হল রয়েছে তাদের দায়িত্বপ্রাপ্ত প্রধানগণ এই কমিটির সম্মানিত সদস্য হিসেবে অন্তভুর্ক্ত হবেন।
শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ১৫০তম সার্ধশতবার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালন করার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে সারাদেশের বিভাগীয় শহরে সংবাদ সম্মেলন, বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠি জেলায় পৃথক ভাবে কর্মসূচি গ্রহণ করা হবে। একটি স্মরণিকা প্রকাশ করা হবে। আন্তর্জাতিক ভাবে ২৮শে অক্টোবর হোটেল সোনারগাঁও ইন্টারন্যাশনালে সার্ধশতবার্ষিকীর সভা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন।