• আজ ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেলেন শহিদুল আলম

| নিউজ রুম এডিটর ৫:৫১ অপরাহ্ণ | অক্টোবর ১০, ২০২৫ গণমাধ্যম, লিড নিউজ

ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। ইসরাইলে আটক অন্যদের সঙ্গে শহিদুল আলমকে বহনকারী উড়োজাহাজটি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হয়েছে।

এতে বলা হয়, তুর্কি সূত্রের বরাতে জানা গেছে, আজ বিকেলে ইসরাইল থেকে উড্ডয়ন করা একটি ফ্লাইটে বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম যাত্রীদের মধ্যে রয়েছেন। ফ্লাইটটি টিকে ৬৯২১- স্থানীয় সময় দুপুর আড়াইটায় ইস্তাম্বুলে অবতরণের কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও ইসরাইল থেকে তার প্রত্যাবাসনে সহযোগিতা করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ইসরাইলের কারাগারে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে।

এতে বলা হয়, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে আজই তাকে বিশেষ বিমান যোগে আঙ্কারায় নিয়ে আসার সমূহ সম্ভাবনা রয়েছে। তবে এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গতরাতে এই তথ্য জানিয়েছেন।

গত ৮ অক্টোবর গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সবচেয়ে বড় জাহাজ কনসায়েন্সকে আটক করে ইসরাইলে। বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ ৯৩ জন অধিকারকর্মী জাহাজটিতে ছিলেন।