• আজ ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

” অপরাধ দমনে সাংবাদিকদের ভুমিকা ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমাদের প্রত্যাশা শীর্ষক ” আলোচনা ও গুণীজন সম্মাননা সভা অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ১২:০৫ অপরাহ্ণ | নভেম্বর ১, ২০২৫ গণমাধ্যম

 

প্রতিবেদক, কিশোর ডি কস্তা,: ৩০ অক্টোবর বিকেল ৩ টায় জাতীয় প্রেস ক্লাব এর ৩য় তলায় আব্দুস সালাম মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি র আয়োজিত ” “অপরাধ দমনে সাংবাদিকদের ভুমিকা ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমাদের প্রত্যাশা ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, চেয়ারম্যান,লিগ্যাল এড্যুকেশন কমিটি বার কাউন্সিল ও প্রধান উপদেষ্টার ব্যক্তিগত আইনজীবী। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড,তৌফিকুল ইসলাম মিথিল,সভাপতি, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিষদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সেলিম ভুইঁয়া, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কুমিল্লা জেলা বিএনপি। শামসুল হক দুররানী, সম্পাদক ও প্রকাশক দৈনিক নওরোজ, সাবেক নির্বাহী কমিটির সদস্য জাতীয় প্রেস ক্লাব, জনাব আখতারুজ্জামান সরকার, আহ্বায়ক, কুমিল্লা জেলা বিএনপি, জনাব আলহাজ্ব নজীর আহম্মেদ ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপি, জনাব মো: মজিবুর রহমান সাবেক কোষাধ্যক্ষ শরিয়ত পুর জেলা বিএনপি ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল, শরীয়তপুর জেলা জনাব খন্দকার এনামুল হক এনাম আহ্বায়ক, ঢাকা দক্ষিণ যুবদল সহ আরও অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠন এর সিনিয়র সহ সভাপতি গোলাম রহমান দুর্জয়।
স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন বলেন বাংলাদেশে যে সরকার ই নির্বাচনে জয়ী হয়ে দেশ পরিচালনা করেছেন তারা কোনদিন আমাদের সাংবাদিকদের সুরক্ষার জন্য কোন কিছু করেনি এমনকি পেশাগত সাংবাদিকদের কোন পেনশনের ব্যবস্থাও করা হয়নি। সাগর রুনি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা সাংবাদিক দম্পত্তির হত্যার বিচারের তারিখ ১২১ বারের বেশি পেছানো হয়েছে। দেশে সাংবাদিক নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও বিচার আজও হয়নি।সাংবাদিকরা কোন অপরাধের অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে বিভিন্ন সময় হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাীন অবস্থায় কেউ কোন সহযোগিতায় এগিয়ে আসে না।বিগত দিনে আমাদের সাংবাদিকরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে।

সাংবাদিকদের মুখ বন্ধ করার জন্য বিভিন্ন কালো আইন তৈরি করা হয়েছে কিন্তু সাংবাদিকদের সুরক্ষার জন্য কোন আইন তৈরি করা হয়নি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। আমরা ঘুম থেকে উঠে দেখেছি সাংবাদিকের লাশ ভেসে উঠেছে নদীতে। আমরা দেখেছি সাংবাদিকের পা কেটে ফেলা হয়েছে সাংবাদিকের হাত কেটে নেওয়া হয়েছে।আমরা দেখেছি সাংবাদিককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রেখেছে।ঢাকায় নিজ বাস ভবনে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের শিকার হয়েছিল ।বিগত সরকারের আমলে সেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত করতে ব্যর্থ হয়েছে। বর্তমানে ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানের পরে জনগণের সকলের আশা-আকাঙ্ক্ষার একটা সরকার এসেছে, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি যে বর্তমান সরকার এখনো সাগর রুনি হত্যাকাণ্ডের কোন রহস্য উন্মোচিত করতে পারেনি। কোন সাংবাদিককে নির্যাতনের জন্য সুষ্ঠু বিচার আজও হয়নি। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের চাওয়া সাগর রুনি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে জনগণের সামনে উপস্থাপন করে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করে শাস্তি নিশ্চিত করা হোক। আমাদের সাংবাদিকদের পেশাগত কোন নিরাপত্তা নেই চাকরির কোন নিরাপত্তা নেই,।হয় মালিকপক্ষের চাপে না হয় রাজনৈতিক প্রভাবশালীদের চাপে অথবা সরকারের চাপে সাংবাদিকদের চাকরিচ্যুত্ব করা হয়। এতে সরকারের কোন দায়িত্ব নেই। আমরা আশা করব পরবর্তীতে যে সরকারই আসুক না কেন তারা মিডিয়ার দায়িত্ব নিবে। সাংবাদিকদের কোন অবসর ভাতা নেই সাংবাদিকদের নির্দিষ্ট কোন কর্মঘন্টা নেই, কোন ছুটি নেই। আমরা আশা করবো পরবর্তী সরকার যারা আসবে তারা আমাদের সাংবাদিকদের সুরক্ষা আইন নিশ্চিত করবে। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ প্রদান করবে। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এর মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন এক সরকারকে পাবে যারা হবে জনবান্ধব ও গণমানুষের সরকার যারা এই দেশ ও জাতির জন্য কাজ করবে।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি সহ বিভিন্ন সেক্টরে অবদানের জন্য বিসিআরএস সন্মাননা প্রদান করা হয়।