• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 তৃতীয় দিনেও অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা, জুমার পর আবারও উত্তাল কাকরাইল | ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ | পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা |

রাহুল রাজের প্রেমের কবিতা – এখনো তার প্রেমে

| নিউজ রুম এডিটর ৭:২২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৩০, ২০২৩ বিনোদন
খুব নীরবে গভীর রাতে এখনো তোমায় ভাবি
মনের ঘরে প্রেমের তালা,তোমার কাছে চাবি।
দুজনে দুপ্রান্তে মনের ষড়যন্ত্রে ভুলে থাকার অভিনয়
হৃদয় খুঁড়ে স্মৃতিরা ফুড়ে মনে পড়ে, ফেলে আসা প্রণয়।
হায় হায়!
কি ছিলো সময়।
দূরন্তপনায়।
উড়ে যেত যত ভয়।

দুঃসাহসি অভিযানে, খুব গোপনে দুজনে ছিলাম যাত্রী
সমাজের চোখে বেঁধে দিয়ে কাপড় কেটেছে কত রাত্রী।

আবেগে ভরা শপথগুলো, কবেই গিয়েছে ভেসে
লোনা জলে তবু ধোয়াতে দুচোখ দেখে যায় তারা এসে।

মনের আগুন দ্বিগুণ বাড়ে হতাশার বাতাসে
শূন্যসজ্জা বিরহ বাড়ায় তুমি না থাকায় পাশে।

ঘৃণা ভুলে অভিমানি মন, অপেক্ষায় যায় থেমে
মন বলে ওরে অভাগা, তুই এখনো তার প্রেমে।

শুধু শুধু ধু-ধু বালুচরে কেন মিছে পোড়ে মন দুটি
অবেলায় অবহেলায় মিছে ভেঙেছে প্রেমের জুটি।

স্মৃতির পাতা পুড়িয়ে ফেলে, তুমি পারো মুক্তি দিতে
পরাজয়ের বাঁধন খুলে দিলে, দুটি মন যাবে জিতে।