• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ |

রাহুল রাজের প্রেমের কবিতা – এখনো তার প্রেমে

| নিউজ রুম এডিটর ৭:২২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৩০, ২০২৩ বিনোদন
খুব নীরবে গভীর রাতে এখনো তোমায় ভাবি
মনের ঘরে প্রেমের তালা,তোমার কাছে চাবি।
দুজনে দুপ্রান্তে মনের ষড়যন্ত্রে ভুলে থাকার অভিনয়
হৃদয় খুঁড়ে স্মৃতিরা ফুড়ে মনে পড়ে, ফেলে আসা প্রণয়।
হায় হায়!
কি ছিলো সময়।
দূরন্তপনায়।
উড়ে যেত যত ভয়।

দুঃসাহসি অভিযানে, খুব গোপনে দুজনে ছিলাম যাত্রী
সমাজের চোখে বেঁধে দিয়ে কাপড় কেটেছে কত রাত্রী।

আবেগে ভরা শপথগুলো, কবেই গিয়েছে ভেসে
লোনা জলে তবু ধোয়াতে দুচোখ দেখে যায় তারা এসে।

মনের আগুন দ্বিগুণ বাড়ে হতাশার বাতাসে
শূন্যসজ্জা বিরহ বাড়ায় তুমি না থাকায় পাশে।

ঘৃণা ভুলে অভিমানি মন, অপেক্ষায় যায় থেমে
মন বলে ওরে অভাগা, তুই এখনো তার প্রেমে।

শুধু শুধু ধু-ধু বালুচরে কেন মিছে পোড়ে মন দুটি
অবেলায় অবহেলায় মিছে ভেঙেছে প্রেমের জুটি।

স্মৃতির পাতা পুড়িয়ে ফেলে, তুমি পারো মুক্তি দিতে
পরাজয়ের বাঁধন খুলে দিলে, দুটি মন যাবে জিতে।