• আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 মিটারের বেশি ভাড়া নিলে সিএনজি চালককে ৫০ হাজার টাকা জরিমানা | বইমেলায় বিশৃঙ্খলায় জড়িতদের বিচারের আওতায় আনার নির্দেশ’ | শাহবাগে আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-সাউন্ড গ্রেনড | যুক্তরাজ্যে টিউলিপের তহবিল জব্দে কাজ করছে দুদক | আবারও শুরু হচ্ছে টিসিবির ট্রাকসেল, মিলবে যেসব পণ্য | অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেফতার ১ হাজার ৩০৮ | বাংলাদেশসহ ১৪ দেশের মাল্টিপল ভিজিট ভিসা স্থগিত করলো সৌদি আরব | ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি | ব্যাংক ঋণের সুদহার ও বিদ্যুৎ বিল কমানোর দাবি | তিনবার মামলা হলে ওই গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে না |

রাহুল রাজের প্রেমের কবিতা – এখনো তার প্রেমে

| নিউজ রুম এডিটর ৭:২২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৩০, ২০২৩ বিনোদন
খুব নীরবে গভীর রাতে এখনো তোমায় ভাবি
মনের ঘরে প্রেমের তালা,তোমার কাছে চাবি।
দুজনে দুপ্রান্তে মনের ষড়যন্ত্রে ভুলে থাকার অভিনয়
হৃদয় খুঁড়ে স্মৃতিরা ফুড়ে মনে পড়ে, ফেলে আসা প্রণয়।
হায় হায়!
কি ছিলো সময়।
দূরন্তপনায়।
উড়ে যেত যত ভয়।

দুঃসাহসি অভিযানে, খুব গোপনে দুজনে ছিলাম যাত্রী
সমাজের চোখে বেঁধে দিয়ে কাপড় কেটেছে কত রাত্রী।

আবেগে ভরা শপথগুলো, কবেই গিয়েছে ভেসে
লোনা জলে তবু ধোয়াতে দুচোখ দেখে যায় তারা এসে।

মনের আগুন দ্বিগুণ বাড়ে হতাশার বাতাসে
শূন্যসজ্জা বিরহ বাড়ায় তুমি না থাকায় পাশে।

ঘৃণা ভুলে অভিমানি মন, অপেক্ষায় যায় থেমে
মন বলে ওরে অভাগা, তুই এখনো তার প্রেমে।

শুধু শুধু ধু-ধু বালুচরে কেন মিছে পোড়ে মন দুটি
অবেলায় অবহেলায় মিছে ভেঙেছে প্রেমের জুটি।

স্মৃতির পাতা পুড়িয়ে ফেলে, তুমি পারো মুক্তি দিতে
পরাজয়ের বাঁধন খুলে দিলে, দুটি মন যাবে জিতে।