• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

প্রতিরোধ গড়ে তেলার জন্য সবাইকে প্রস্তুত হতে হবে : আমিনুল হক

| নিউজ রুম এডিটর ৪:১৬ অপরাহ্ণ | মার্চ ২৯, ২০২৪ বিএনপি, রাজনীতি

 

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন,জনগণ আমাদের আন্দোলনে সাড়া দিয়ে ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করেছে। জনগন আমাদের কথা রেখেছে। তাদের কথার প্রতিদান আমাদের দিতে হবে। এজন্য রাজপথ ছাড়া যাবে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমেই ফিরিয়ে আনতে হবে বাকস্বাধীনতা, দেশবাসীকে ফিরিয়ে দিতে হবে তাদের ভোটাধিকার।

আমিনুল হক বলেন, সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্রকামী মানুষকে পদদলিত করে রেখেছে। সারাদেশকে বদ্ধ কারাগারে পরিণত করেছে। তাদের দূর্নীতির কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় পতিত হয়েছে। রাজনৈতিক সহবস্থান আজ রূপকথার গল্পে পরিণত হয়েছে।

তিনি বলেন, বিএনপি আজ একা নয়। জনগণসহ দেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ। বিদেশী প্রভুদের আর্শীবাদ নিয়ে এ সরকার টিকে রয়েছে। বিনিময়ে সরকার বিদেশিদের কাছে দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে।

আমিনুল হক বলেন, এবার প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তেলার জন্য সবাইকে প্রস্তুত হতে হবে। প্রয়োজনে এ দেশের জনগণের জন্য জীবন দিতে প্রস্তুত।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রামপুরা থানাধীন ২৩,৯৮ নং ওয়ার্ড বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল
পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতাদের সুস্হতা কামনায় এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করে বাড্ডা ও রামপুরা থানা বিএনপির নেতারা।

বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত পৃথক ইফতার মাহফিল অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতিগণ এতে সভাপতিত্ব করেন।

এসব কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক আনােয়ারুজ্জামান আনোয়ার, এজিএম শামসুল হক, মহানগর উত্তর বিএনপির সদস্য তুহিরুল ইসলাম তুহিন, জাহাঙ্গীর মোল্লা, ফয়েজ আহমেদ ফরু, হাজী মোঃ ইউসুফ, বাড্ডা থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল কাদের বাবু, সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল হক এমদাদ, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ বি এম এ রাজ্জাক, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল রানা ভূইয়া,রেজাউল করিম বড় মিয়া, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ তৌহিদ, সাধারণ সম্পাদক দেওয়ান নজরুল ইসলাম, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাগর বাবু সহ থানা,ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।