• আজ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

ফুটবলার জাকারিয়া পিন্টু’কে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা; জানাজা অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ২:১৬ অপরাহ্ণ | নভেম্বর ১৯, ২০২৪ খেলাধুলা, ফুটবল, লিড নিউজ

 

নিজস্ব প্রতিবেদক:স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু গতকাল সোমবার (১৮ নভেম্বর) চলে গেছেন না ফেরার দেশে।

গতকাল বিকেলে রাজধানীর ধানমন্ডির মসজিদে বাদ আসর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর আজ মঙ্গলবার সকালে তার ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় তাকে। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে তার জানাজা অনুষ্ঠিত হয়।

তার জানাজায় হাজির হয়েছিলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম),বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন,বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু,বিএনপি ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক,বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়ালসহ বাফুফের কমিটির সঙ্গে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক পিন্টুর সতীর্থ থেকে শুরু করে ফুটবলাঙ্গনের অনেক তারকারাই উপস্থিত ছিলেন জানাজায়।

মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ,মোহামেডান দল,মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক খেলোয়াড়রা, বাংলাদেশ ক্রীড়া পরিষদ,বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন,ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ ক্রীড়াপ্রেমী বিভিন্ন সংগঠন।

হৃদরোগে আক্রান্ত হয়ে গত রোববার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পিন্টু। কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুর সংবাদে ক্রীড়াঙ্গণে শোকের ছায়া নেমে আসে।