• আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা |

বিজিবি টহল দলের উপর হামলায় জড়িত ১৬ আসামি কারাগারে!

| নিউজ রুম এডিটর ৫:২৬ পূর্বাহ্ণ | এপ্রিল ১৩, ২০২৫ আইন ও আদালত

সিলেট : বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) টহল দলের উপর হামলায় জড়িত ১৬ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালতের বিজ্ঞ বিচারক।

শনিবার বিকেলে সিলেট সেক্টরের ২৮-বিজিবি সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এমন তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, ব্যাটালিয়নের সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা বিওপির দায়িত্বপুর্ণ এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের শুন্য রেখা অতিক্রম করে সংঘবদ্ধ চক্র ১৭ মার্চ খনিজ বালি চুরি করতে থাকে।

এরপর নারায়নতলা বিওপির বিজিবি টহল দল ৪০ লাখ ১৪ হাজার টাকা মুল্যের চুরি করা খনিজ বালি বোঝাই মাহিন্দ্র ট্রাক্টর জব্দ করলে বালি চুরিতে জড়িত দুবৃক্তরা বালি বোঝাই ট্রাক্টর ছিনিয়ে নিতে বিজিবি টহল দলে উপর হামলা করে। হামলায় বিজিবির এক সদস্য গুরুতর আহত হয়।

পরদিন ১৮ মার্চ বিজিবির উপর হামলায় জড়িত সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের সীমান্ত গ্রাম উওর ডলুরার শাহ আলমের ছেলে শিপনকে প্রধান আসামি করে ২৫ জনকে অভিযুক্ত করে সুনামগঞ্জ সদর মডেল থানায়, অবৈধ অনুপ্রবেশ তৎসহ সরকারি কাজে বাধা প্রদান, বিজিবি সদস্যকে হামলায় আহত করার অভিযোগে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।

ওই মামলায় বৃহস্পতিবার পলাতক ১৬ আসামি সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে হয়ে আইনজীবির মাধ্যমে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে তাদেরকে জেলা কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন।

শনিবার সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ইতিপূর্বে বিজিবি বা প্রশাসনের উপর হামলাকারীরা সহজে জামিন লাভ করলেও চলমান সময়ে রাষ্ট্রের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জনস্বার্থে আইন/বিচার বিভাগ আর শিথীলতা প্রদর্শন করছেন না।

তিনি আরো বলেন, সীমান্ত অপরাধে জড়িতদের ব্যাপারে এভাবে আইন প্রয়োগ বহাল থাকলে সীমান্ত অপরাধ,মাদকসহ সব ধরণের চোরাচালান এমনকি সীমান্তে যে কোন ধরণের অপতৎপরতা প্রতিরোধ করা সম্ভব হবে।