• আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা |

আদালতে কিল-ঘুষি, দৌড় দিলেন সাবেক মন্ত্রী আনিসুল হক

| নিউজ রুম এডিটর ৭:২৯ অপরাহ্ণ | এপ্রিল ২৮, ২০২৫ আইন ও আদালত, লিড নিউজ

নারায়ণগঞ্জের আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল-ঘুষি দিয়ে ধাওয়া করেছে বিক্ষুব্ধ জনতা ও বিএনপিপন্থি আইনজীবীরা। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় এ ঘটনা ঘটে।

এদিন বিকেলে আনিসুল হককে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি পুলিশ। শুনানি শেষে আদালত আনিসুল হককে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সাবেক আইন মন্ত্রী আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। পরে রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় বিক্ষুব্ধ জনতা ও বিএনপিপন্থি আইনজীবীরা আনিসুল হককে কিল-ঘুষি দিয়ে ধাওয়া করলে পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে জেলা কারাগারে নিয়ে যায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, গত বছরের ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনার সরকার পতনের পর সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর গুলিবিদ্ধ হন ১৯ বছর বয়সী মাদ্রাসা ছাত্র হাফেজ সোলায়মান। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোলায়মানের মৃত্যু হয়।

রাষ্ট্রপক্ষের এই আইনজীবী জানান, এ ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন নিহত সোলায়মানের ভগ্নিপতি শামীম কবির। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, দিপু মনি, জুনায়েদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৫১ জনকে আসামি করা হয়।