

সিলেট : নিষিদ্ধ ঘোষিত সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগৈর উপ ছাত্র বিষয়ক সম্পাদক ফয়জুর রহমান শেরনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিশেষ ক্ষমতা আইনে পুর্ব দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা করাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত কর সুনামগঞ্জের জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেফতার শেরন জেলার জামালগঞ্জ উপজেলার চান্দেরনগর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ ছাত্র বিষয়ক সম্পাদক।
নতুন করে বিশেষ ক্ষমতা আইনের মামলা ছাড়াও আদালতে চার্জশীটভুক্ত আরোও চারটি মামলা বিচারধীন মামলা রয়েছে ছাত্রলীগ নেতা শেরনের বিরুদ্ধে।