• আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

অবিলম্বে সংসদ নির্বাচনের দাবীতে মোরেলগঞ্জে বিএনপির পথ সভা

| নিউজ রুম এডিটর ১১:৪৯ অপরাহ্ণ | মে ১৮, ২০২৫ বিএনপি, রাজনীতি

 

শেফালী আক্তার রাখি মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে রোড ম্যাপ ঘোষণা করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৫টায় মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নব্বইরশী বাসষ্ট্রান্ডে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।

পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হক বাবুল, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। অন্যান্যে মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা আবজাল হোসেন জোমাদ্দার, অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, মালয়েশিয়া বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম।