
প্রতিবেদক, কিশোর,: গতকাল বুধবার দুপুরে তেজগাঁও, ফার্মগেট, বসুন্ধরা, কাওরান বাজার ও ইন্দিরা রোড এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় সাধারণ জনগণ, ও গোয়েন্দা সংস্থার সহযোগিতায় তেজগাঁও, কলাবাগান ও শেরেবাংলা নগর থানা পুলিশের পাশাপাশি বিভিন্ন ইউনিটের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদরা আনুমানিক ২২০ জন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
মিছিলকারীদের কাছ থেকে ব্যানার ও ককটেল উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ডিসি (ক্রাইম এন্ড অপস) নজরুল ইসলাম।
তিনি বলেন ঝটিকা মিছিল ও অপতৎপরতাকারীদের পেছনে দেশ-বিদেশ থেকে অর্থের যোগান দেয়া হচ্ছে। রাজধানীর বিভিন্ন হোটেল, ছাত্রাবাস ও ফ্লাটে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী গোপনে লুকিয়ে থাকলে এলাকাবাসীকে নিকটস্থ থানা পুলিশকে জানানোর জন্য আহ্বান করেন পুলিশের এ কর্মকর্তা।
তথ্য দাতাদের পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
যাচাই বাছাই শেষে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে






















