
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইল আইডিইবি ভবন কাকরাইল ঢাকায় সোস্যাল গার্ডেন (২০২) ৫ম তলা, আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবংনিউইয়র্ক থেকে উদ্বোধনী ভার্চুয়াল বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম সজল। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান মোঃ শামছুল আলম

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত নির্বাহী পরিচালক মোঃ মনির হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব, রেজাবুদ্দৌলা চৌধুরী, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি, বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়ক যুবরাজ খান, চেয়ারম্যান বাংলাদেশ শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশ, বিশেষ অতিথি সামসুন নাহার লস্কর অধ্যক্ষ ডন বসকো ইন্টারন্যাশনাল স্কুল বিশেষ অতিথি এম মুহিউদ্দীন খান ফারুকী তাফসীরকারক বাংলাদেশ বেতার ও টেলিভিশন এবং সম্পাদক ও প্রকাশক জাতীয় দৈনিক ঐশী বাংলা বিশেষ অতিথি কবি অশক ধর সম্পাদক ও প্রকাশক জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা বিশেষ অতিথি ক্রাইম প্রতিদিন পত্রিকার সম্পাদক ও অপরাধ মুক্ত বাংলাদেশ চাই সংগঠনের চেয়ারম্যান লায়ন ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ বিশেষ অতিথি কামরুজ্জামান আসাদ উপদেষ্টা আসক অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান এএফএম রাসেল পাটোয়ারী ভাইস চেয়ারম্যান নাজরাতুন নাঈম জনসংযোগ পরিচালক নাসির উদ্দিন মিলন পরিচালক প্রশাসন মোঃ শাহে আলম বেপারী অর্থ পরিচালক খন্দকার তারিকুল ইসলাম পরিচালক বায়েজিদ আহমেদ পরিচালক সামসুদ্দিন পরিচালক মোঃ ইয়ামিন ভূঁইয়া পরিচালক মোঃ বেলাল হোসেন, পরিচালক নাজমা সুলতানা নীলা সম্পাদক ও প্রকাশক পিপলস নিউজ টুয়েন্টি ফোর ডট কম, পরিচালক লিটন মীর পরিচালক নাসির উদ্দিন নীরব ঢাকা জেলার সভাপতি ও পরিচালক উজ্জল খান সহকারী পরিচালক কানিজ ইসলাম রুমা লিগেল এইড সেন্টার প্রধান এডভোকেট লুৎফুন্নেছা সীমা সহ বিভিন্ন বিভাগ, জেলা উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল ব্যক্তিবর্গগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিগত দিনের কর্মকাণ্ডের সফলতার উপরে বিবেচনা করে বিভিন্ন পেশার ও সংগঠনের কর্মীদের মাঝে বিশেষ সম্মাননা প্রদান করা হয় এবং জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানটি শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশ এর সৌজন্যে অনুষ্ঠিত হয়।
এছাড়াও সংগঠনের আন্তর্জাতিক পরিচালক আবুল কালাম আজাদ ৩য় বর্ষপূর্তি উপলক্ষে নিউইয়র্ক থেকে শুভেচ্ছা জানিয়েছেন।






















