
শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২৫ আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে র্যালী বের হয়। পরে প্রদর্শনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার।
দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু হানিফ। এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আয়শা সিদ্দিকা আশা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, যুব উন্নয়ন কর্মকর্তা একেএম ইখতিয়ার উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, পৌর জামায়াত ইসলামীর আমির রফিকুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল আলীম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল, খামারি রবিউল ইসলাম প্রমুখ।
এ প্রদর্শনী অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে উন্নতজাতের গরু ছাগল, হাঁস মুরগী, তিত পাখি। এ ছাড়াও বিভিন্ন বনজ ও ভেষজ অজানা হাইব্রীড, রেড নেপিয়ার ঘাস ৩০টি স্টলে প্রদর্শণী করা হয়। অনুষ্ঠান শেষে প্রদর্শনী স্টলের খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।






















