• আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নির্বাচনকে বানচাল করার মতো কোনও শক্তি পৃথিবীতে নেই’ | রাজশাহীতে গর্তে পড়া শিশু সাজিদ বেঁচে নেই | পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম | চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে জোবাইদা রহমান | মঙ্গলবার ঢাকায় আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, স্লট বাতিল চেয়েছে এফএআই এভিয়েশন | শাহবাগ অবরোধ ৫ কলেজের শিক্ষার্থীদের | যেভাবে জামায়াতের প্রার্থী হলেন কৃষ্ণ নন্দী | উনি মানসিক ভাবে অসুস্থ!’ জেলে বসেই মুনিরকে নিশানা ইমরানের, দেখা করার পর দাদার বার্তা প্রকাশ উজ়মার | এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে: প্রধান উপদেষ্টা | মোবাইলে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা যেভাবে মিলবে |

শিশু সাজিদ

শিশু সাজিদের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

| Peoples News ১:১৫ অপরাহ্ণ | ডিসেম্বর ১২, ২০২৫ সারাদেশ

 

রাজশাহীতে গভীর নলকূপের গর্তে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে। তার জানাজায় মানুষের ঢল নামে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। সাজিদের বাড়ি তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে।

এর আগে দীর্ঘ ৩২ ঘণ্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের পর তাকে উদ্ধার করা সম্ভব হলেও বাঁচানো যায়নি। চিকিৎসকরা মৃত ঘোষণার পর জানাজা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দীর্ঘ প্রচেষ্টায় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে মাটির প্রায় ৫০ ফুট গভীর থেকে শিশু সাজিদকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর দ্রুত তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৯টা ৪০মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে আনার পর এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজন ও এলাকাবাসীর কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। জানাজায় স্থানীয় বাসিন্দা, আত্মীয়স্বজনসহ শত শত মানুষ অংশ নেন। জানাজা শেষে বাড়ির অদূরেই স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানা যায়, দাফনের সময় হাজারো মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় এবং অত্যন্ত শোকাবহ পরিবেশে তাকে সমাহিত করা হয়।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। মায়ের সঙ্গে হাঁটার সময় খড় দিয়ে ঢাকা একটি অরক্ষিত গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশু সাজিদ।

স্থানীয়রা জানান, গত বছর এক ব্যক্তি সেখানে নলকূপ স্থাপনের চেষ্টা করে ব্যর্থ হয়ে পাইপটি মুখ খোলা অবস্থায় পরিত্যক্ত ফেলে রেখেছিলেন। কোনো ঢাকনা বা নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় খড়ের নিচে থাকা গর্তটি সাজিদের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়ায়।

সাজিদের এই মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এবং জানাজায় আগত মুসল্লিরা এমন অরক্ষিত ও পরিত্যক্ত গর্ত ফেলে রাখার বিষয়ে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। অতীতেও বাংলাদেশে এমন গর্তে পড়ে শিশু মৃত্যুর (যেমন: শিশু জিহাদ) নজির রয়েছে উল্লেখ করে, এলাকাবাসী দাবি জানান যেন ভবিষ্যতে এমন কোনো গর্ত অরক্ষিত রাখা না হয় এবং প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হয়।

পিএন সাজিদ রাজশাহী