• আজ ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘে দাঁড়িয়ে ফিলিস্তিনের স্বাধীনতা চাইলেন বাইডেন

| নিউজ রুম এডিটর ৪:৫৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২২, ২০২১ আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দিয়েছেন জো বাইডেন। ভাষণে বিভিন্ন বিষয়ে কথা বলাসহ তুললেন ইসরায়েল-ফিলিস্তিন সমস্যাও।

এ সময় তিনি বলেন, সার্বভৌম এবং গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্রই হতে পারে ইসরায়েলের সুরক্ষিত ভবিষ্যতের পথ। খবর আরব নিউজের।

এ নিয়ে বাইডেন বলেন, আমি বিশ্বাস করি, ইসরায়েলে শান্তি ফেরানোর জন্য ফিলিস্তিনের স্বাধীনতার প্রয়োজন আছে। দুটি আলাদা দেশ তৈরিই এক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান হতে পারে। এতে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের ভবিষ্যৎও সুরক্ষিত হবে।

জাতিসংঘের এ ভাষণে ইরান পারমাণবিক চুক্তি নিয়েও কথা বলেন বাইডেন। পাশাপাশি বিশ্ব রাজনীতিতে চলমান অশান্তি এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কেও বক্তব্য রাখেন তিনি।

পিএন/জেটএস