• আজ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম
 লিভার প্রতিস্থাপন করতে হবে খালেদা জিয়ার, পরিবারের আবেদন | ক্রিকেট পাড়ায় উত্তাপ, বিশ্বকাপ দলে কি থাকছেন তামিম? | নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, ভোট জানুয়ারির শুরুতে: ইসি আনিছুর রহমান | খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের কিছু করার নেই’ | ভারতের কাছে বাংলাদেশের শোচনীয় হার | খালেদা জিয়াকে বিদেশ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে: আইনমন্ত্রী | বিবিএনজে’তে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী | নিবন্ধিত নিউজ পোর্টাল “পিপলস নিউজ এ জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | নিবন্ধন পেল পিপলস নিউজ টুয়েন্টি ফোর ডট কম অনলাইন পোর্টাল | আ.লীগ থেকে বহিষ্কার হচ্ছেন আদম তমিজী হক |

শ্রীনগরে পূর্ব মুন্সীয়ায় রাস্তায় ভোগান্তি

| নিউজ রুম এডিটর ৮:২৫ অপরাহ্ণ | অক্টোবর ২৫, ২০২১ জাতীয়

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সীয়া গ্রামে ইট সলিংয়ের একটি বেহাল রাস্তায় চলা ফেরায় মানুষের ভোগান্তি বেড়েছে। প্রায় ১০ বছরেও দেড় হাজার ফুটের রাস্তাটি সংস্কার হয়ে উঠেনি। এতে করে ওই এলাকার বসবাসকারীরা যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বেহাল রাস্তাটি শ্রীনগর-কুকুটিয়া বাজার পাকা সড়কের একমাত্র সংযোগ মাধ্যম।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কুকুটিয়া বাজার-শ্রীনগর সড়কের পূর্ব মুন্সীয়া পাকা ব্রিজের পূর্ব দিক থেকে ওই গ্রামের মৃধা বাড়ি হয়ে প্রায় দেড় হাজার ফুট রাস্তা পুনরায় পূর্ব মুন্সীয়া বাজার সংলগ্ন প্রধান পাকা সড়কের সাথে সংযুক্ত হয়েছে। লক্ষ্য করা গেছে, দীর্ঘদিনের সংস্কারের অভাবে রাস্তার ইট উঠে বেহাল হয়ে পড়েছে। রাস্তা জুড়ে খানাখন্দে ভরে গেছে। এ অবস্থায় অটোরিক্সা, মোটরসাইকেলসহ কোন প্রকার যানবাহন চলাচল করতে পাড়ছে না। বাধ্য হয়েই বৃদ্ধ, শিশুসহ অসুস্থ রোগী পায়ে হেঁটেই চলাচল করছেন।
এলাকাবাসী জানায়, গত ১০ বছর আগে রাস্তায় ইট বিছানো হয়। এর পর থেকে কোন সংস্কার কাজ হয়নি। রাস্তার বিভিন্ন অংশে ইট উঠে বিলুপ্ত হয়ে গেছে। এছাড়া রাস্তার গর্তে বৃষ্টির পানি ও কাঁদামাটি জমে এলাকাবাসীর চলাচলে আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন তারা। স্থানীয় এক জনপ্রতিনিধির সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাস্তাটি সংস্কারের জন্য আলাপ আলোচনা হচ্ছিল। এরই মধ্যে আসন্ন ইউপি নির্বাচন শুরু হলো। আশা করছি নির্বাচনের পরেই রাস্তার কাজের জন্য প্রদক্ষেপ নেওয়া হবে।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজ‘এ । আজই পাঠিয়ে দিন feature.peoples@gmail.com মেইলে