• আজ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু |

শ্রীনগরে পূর্ব মুন্সীয়ায় রাস্তায় ভোগান্তি

| নিউজ রুম এডিটর ৮:২৫ অপরাহ্ণ | অক্টোবর ২৫, ২০২১ জাতীয়

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সীয়া গ্রামে ইট সলিংয়ের একটি বেহাল রাস্তায় চলা ফেরায় মানুষের ভোগান্তি বেড়েছে। প্রায় ১০ বছরেও দেড় হাজার ফুটের রাস্তাটি সংস্কার হয়ে উঠেনি। এতে করে ওই এলাকার বসবাসকারীরা যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বেহাল রাস্তাটি শ্রীনগর-কুকুটিয়া বাজার পাকা সড়কের একমাত্র সংযোগ মাধ্যম।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কুকুটিয়া বাজার-শ্রীনগর সড়কের পূর্ব মুন্সীয়া পাকা ব্রিজের পূর্ব দিক থেকে ওই গ্রামের মৃধা বাড়ি হয়ে প্রায় দেড় হাজার ফুট রাস্তা পুনরায় পূর্ব মুন্সীয়া বাজার সংলগ্ন প্রধান পাকা সড়কের সাথে সংযুক্ত হয়েছে। লক্ষ্য করা গেছে, দীর্ঘদিনের সংস্কারের অভাবে রাস্তার ইট উঠে বেহাল হয়ে পড়েছে। রাস্তা জুড়ে খানাখন্দে ভরে গেছে। এ অবস্থায় অটোরিক্সা, মোটরসাইকেলসহ কোন প্রকার যানবাহন চলাচল করতে পাড়ছে না। বাধ্য হয়েই বৃদ্ধ, শিশুসহ অসুস্থ রোগী পায়ে হেঁটেই চলাচল করছেন।
এলাকাবাসী জানায়, গত ১০ বছর আগে রাস্তায় ইট বিছানো হয়। এর পর থেকে কোন সংস্কার কাজ হয়নি। রাস্তার বিভিন্ন অংশে ইট উঠে বিলুপ্ত হয়ে গেছে। এছাড়া রাস্তার গর্তে বৃষ্টির পানি ও কাঁদামাটি জমে এলাকাবাসীর চলাচলে আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন তারা। স্থানীয় এক জনপ্রতিনিধির সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাস্তাটি সংস্কারের জন্য আলাপ আলোচনা হচ্ছিল। এরই মধ্যে আসন্ন ইউপি নির্বাচন শুরু হলো। আশা করছি নির্বাচনের পরেই রাস্তার কাজের জন্য প্রদক্ষেপ নেওয়া হবে।