• আজ ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জাদুকাটায় পাড় কেটে খনিজ বালি চুরি

যুবলীগের সহ সভাপতি ইউপি সদস্যের ভাই সহ ২১ জনের নামে মামলা

| Peoples News ১১:৪৪ অপরাহ্ণ | ডিসেম্বর ২৩, ২০২৫ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তনদী জাদুকাটার পাড় (তীর) কেটে খনিজ বালি চুরির ঘটনায় যুবলীগ নেতা ও ইউপি সদস্যের ভাই সহ ২১ জনের নামে মামলা দায়ের করেছে নৌ পুলিশ।

ওই মামলায় পাঁচ ট্রলারবোঝাই চুরি করা খনিজ বালি জব্দ দেখানো হয়েছে।

মামলার আসামিরা হলেন- তাহিরপুরের উওর বড়দল ইউনিয়নের কাঁশতাল গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও ওয়ার্ড ইউপি সদস্য জিয়াউর রহমান ওরফে জিয়া মেম্বারের ভাই মাসুক সর্দার,উপজেলার বাদাঘাট ইউনিয়নের জাদুকাটা নদী তীরবর্তী ঘাগটিয়া গ্রামের বাহাউদ্দিন,আমিরুল, আলী আসাদ, শুরআলম,আব্দুল্লাহ, বাহার ,মুর্শেদ, জুবেল, গড়কাটি গ্রামের সোহেল, উওর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের সাইফুল ইসলাম, দক্ষিণ বড়দল ইউনিয়নের সাদেরখলা গ্রামের ইছাক মিয়া সহ অজ্ঞাত নামা ৫ থেকে ৬ জন।

মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর)) তাহিরপুর থানায় মামলাটি দায়ের করেন সুনামগঞ্জ টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির এসআই জসীম উদ্দিন।

প্রসঙ্গত, সোমবার (২২ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম তাহিরপুরের সীমান্তনদী জাদুকাটা বালিমহালের ইজারা বহির্ভূত পশ্চিম পাড়ের ঘাগটিয়ার বাঁশবাগান থেকে চুরি করা খনিজ বালি বোঝাই পাঁচটি (স্টিল বডি) ট্রলার জব্দ করে।

মঙ্গলবার বিকেলে নৌ পুলিশ হেডকোয়াটাসের্র ঢাকা (মিডিয়া সেল) দায়িত্বশীল অফিসার এ তথ্য নিশ্চিত করেন।
সুনামগঞ্জ টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর দিলীপ কুমার দাস জানান, জব্দকৃত চুরির বালি, পাঁচটি ট্রলারের মূল্য প্রায় ১৪ লাখ ৪ হাজার ৮০০ টাকা।