• আজ ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নির্বাচনকালীন সরকারে থাকছেন না আসিফ মাহমুদ | যুক্তরাষ্ট্র যাচ্ছেন মোদি, ট্রাম্পের সঙ্গে বৈঠকে জোর চেষ্টা | ভোলাগঞ্জের সাদা পাথর কোথায় গেল? | ‘আজকাল মানুষ অন্যায়ের প্রতিরোধ না করে ভিডিও করতে ব্যস্ত থাকে’ | সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা | ‘জিরো ট্যাক্স রিটার্ন’ দাখিল আইনত দণ্ডনীয়, এনবিআরের সতর্কতা | নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা | সাংবাদিক হত্যায় সিসিটিভির ফুটেজ দেখে স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৫ | হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হলো: ঢাবি উপাচার্য   | চব্বিশের গণঅভ্যুত্থানে শুধুমাত্র রাজধানীতেই গ্রেফতার ৫ হাজার! |

কালীগঞ্জে সমান ভোট পেলো দুই চেয়ারম্যান প্রার্থী

| নিউজ রুম এডিটর ১০:৫০ পূর্বাহ্ণ | নভেম্বর ২৯, ২০২১ বাংলাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের ফলাফল স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সমানসংখ্যক ভোট পাওয়ায় ফলাফল ঘোষণা করেনি রিটার্নিং কর্মকর্তা।

রোববার ( ২৮ নভেম্বর) রাতে ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা ৩জন নির্বাচিত হলেও ৪জনই পরাজিত হয়েছেন। উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনী কন্ট্রোলরুম থেকে এ ফলাফল ঘোষণা তাদের ফলাফল ঘোষণা করা হলেও চন্দ্রপুর ইউনিয়নের দুই প্রার্থী ফলাফল ঘোষণা করেনি।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ২৮ নভেম্বরের নির্বাচনে আওয়ামী মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান ৯হাজার ৮৪০ ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (মোটরসাইকেল) মার্কা একেই ভোট পান।

নির্বাচনী আইন অনুযায়ী সমপরিমাণে ভোট পাওয়া ওই দুই প্রার্থীর মধ্যে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা। অথবা দুই প্রার্থীর সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানাগেছে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল রাজ্জাক জানান, দুই প্রার্থী সমানসংখ্যক ভোট পাওয়ার কারণে তাঁদের ফলাফল ঘোষণা করা হয়নি। নির্বাচনী আইন অনুযায়ী ওই দুজনকে নিয়ে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।