• আজ ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প | ইসিতে আপিল করে যা বললেন তাসনিম জারা | হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা | খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা | বিচার দাবিতে আজ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি | আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাতে সার্ক পুনরুজ্জীবনের তাগিদ প্রধান উপদেষ্টার | স্বামীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত আপসহীন নেত্রী | অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায় | স্বামীর পাশেই শেষ শয্যা, চলছে বেগম খালেদা জিয়ার কবরের মাপজোখ | বেগম জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং একদিন সাধারণ ছুটি |

কুলিয়ারচরের ৫ ইউপিতেই নৌকা প্রার্থীর বিজয়

| নিউজ রুম এডিটর ১১:০৮ পূর্বাহ্ণ | নভেম্বর ২৯, ২০২১ বাংলাদেশ

ভ্রাম্যামাণ প্রতিনিধি মোঃ মাইন উদ্দিনঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে গুলি, সংঘর্ষ, হামলা, ভাংচুর ও ধাওয়া পাল্টাধাওয়ার মধ্য দিয়ে (২৮ নভেম্বর) রোববার তৃতীয় ধাপে ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ৬টি ইউপির মধ্যে এই ধাপে ৫টি ইউপিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। নির্বাচনে বেসরকারি ভাবে উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে জয় লাভ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ এনামুল হক আবু বাক্কার, ৩নং উছমানপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে জয় লাভ করেন সাবেক চেয়ারম্যান ও কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নিজাম ক্বারী, ৫নং ছয়সূতী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে জয় লাভ করেন কুলিয়ারচর ডিগ্রি কলেজের সাবেক ভিপি মুহাম্মদ ইকবাল হোসেন, ৬নং সালুয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে জয় লাভ করেন সাবেক ছাত্র নেতা মোহাম্মদ কাইয়ুম ও ৭নং ফরিদপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে জয় লাভ করেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি আলহাজ্ব এস.এম আজিজ উল্ল্যাহ।

উল্লেখ্য, তৃতীয় ধাপে উপজেলার ২নং রামদী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়ায় রামদী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।