• আজ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

আ.লীগের বিজয় শোভাযাত্রা শুরু

| নিউজ রুম এডিটর ৪:০৫ অপরাহ্ণ | ডিসেম্বর ১৮, ২০২১ জাতীয়, বাংলাদেশ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে রাজধানীতে ‘বিজয় শোভাযাত্রা’ শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার দুপুরে বর্ণাঢ্য এই শোভাযাত্রা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়েছে।

বিজয় শোভাযাত্রাটি শাহবাগ, এলিফ্যাট রোড এবং মিরপুর রোড হয়ে ধানমণ্ডি ৩২ নম্বর ঐতিহাসিক ‘বঙ্গবন্ধু ভবন’ প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রা কর্মসূচিতে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত হতে আওয়ামী লীগ ও সহযাগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজ‘এ । আজই পাঠিয়ে দিন feature.peoples@gmail.com মেইলে