
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর পৌরসভায় জন্মের ৩৫ দিনের মধ্যে নিবন্ধন করলে মিলবে নগদ ৫০০ টাকা ও একটি গাছের চারা। পৌর পরিষদ থেকে এ পুরস্কার দেওয়া হবে।
আজ সকালে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিশু জন্মের প্রথম টিকা দিয়ে কার্ড সংগ্রহ করবেন। এরপর পৌরসভার বাসিন্দারা ৩৫ দিনের মধ্যে শিশু জন্ম নিবন্ধন নিশ্চিত করুন। উল্লেখিত দিনের মধ্যে নিবন্ধন করলে প্রত্যেককে টাকা ও গাছ পুরস্কার দেওয়া হবে। গাছটি বাড়ির আঙিনায় রোপণ করবেন। আপনার শিশুও বড় হবে। গাছটিও বড় হতে থাকবে। এ গাছটি আপনার শিশুর জন্য বিমা হয়ে থাকবে।
এদিকে এ তথ্যটি এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ পৌর এলাকায় প্রচার করা হচ্ছে। এ উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজ‘এ । আজই পাঠিয়ে দিন feature.peoples@gmail.com মেইলে