• আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ |

অনশন ভাঙার অনুরোধ শাবি শিক্ষার্থীদের

| নিউজ রুম এডিটর ৮:৪৫ অপরাহ্ণ | জানুয়ারি ২৫, ২০২২ ক্যাম্পাস, শিক্ষাঙ্গন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশনকারীদের অনশন ভাঙার অনুরোধ জানিয়েছেন আন্দোলনকারী অন্যান্য শিক্ষার্থীরা। তবে উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান তারা।

মঙ্গলবার সন্ধ্যার দিকে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সমবেত হয়ে শপথ বাক্য পাঠ করেন। এ সময় অনশনকারীদের অনশন ভাঙার অনুরোধ জানান। তবে অনশনকারীরা তাদের সিদ্ধান্ত জানাতে কিছুটা সময় নিয়েছে বলে জানা গেছে।

শাবি শিক্ষার্থী মোহাইমনুল বাশার রাজ শপথ পাঠের সময় বলেন, আন্দোলনকারীদের কষ্ট আর সহ্য করতে পারছি না। তারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তাদের জীবন অনেক মূল্যবান। তাই আমরা তাদেরকে অনশন ভাঙার অনুরোধ করবো। প্রথমে আমরা উপাচার্যের বাসভবনের সামনে অনশরতদের এই অনুরোধ করবো। পরে হাসপাতালে যারা আছেন তাদের অনুরোধ করবো।

তিনি আরও বলেন, অনশন ভাঙলেও উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এদিকে এই শপথের পর অনশন ভাঙার বিষয়টি নিয়ে দুইপক্ষের আলোচনা হয়। এ নিয়ে সিদ্ধান্ত জানাতে এক ঘণ্টা সময় নেন অনশনকারীরা।

গত বুধবার থেকে শুরু হওয়া আমরণ অনশনের আজকে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ১৪৬ ঘণ্টা অতিবাহিত হলেও কোনো সমাধান না আসায় অনশনরত শিক্ষার্থীদের নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ২৮ জন অনশনরতদের মধ্যে ১৯ জনের স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং ৯ জন ক্যাম্পাসে অনশন করছেন।