• আজ ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত |

শ্রীনগরে ব্যবসায়ী যুবকের ওপর হামলা

| নিউজ রুম এডিটর ১২:৫১ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৩, ২০২২ জাতীয়

মো:ফারুক খান,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার মসজিদ মার্কেটের ব্যবসায়ী মিল্লাত হোসেন শূভ (২৬) নামে এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এ সময় শুভ’র ব্যক্তিগত মোটরসাইকেল ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে হামলাকারীদে বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার শুভর পিতা বেজগাঁও গ্রামে আফজাল হোসেন বাদী হয়ে শ্রীনগর চলাপট্রির সাজিদ (২০), এসকে সৌরভ (২৫), ওবায়দুর (৩৫), ইয়াছিন (২০) ধাইসারের আকশ (১৯) সহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৩।

স্থানীয় ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি দুপুরের দিকে শ্রীনগর বাজার মসজিদ মার্কেটের নিচ তলায় আল-মদিনা বোরকা হাউজ নামক ব্যবসা প্রতিষ্ঠানে এসে নিজস্ব দোকানের মালামাল ক্রয়ের জন্য আফজাল হোসেনের ছেলে মিল্লাত হোসেন শুভ নগদ ৭৫ হাজার টাকা নিয়ে বের হয়। এ সময় মার্কেটের পাশে কলেজ রোডে রাখা মোটরসাইকেলের সামনে আসলে বখাটের দল শুভ’র ওপর হামলা চালায়। মামলা দায়েরের পর থেকেই আসামীরা গা ঢাকা দেয়।

আফজাল হোসেন বলেন, আমার ছেলে শুভকে মারধর করে তার চোখ মারাত্মক জখম করে সাজিদ, এসকে সৌরভ ও তার সহযোগীরা। এ সময় শুভ’র মোটরসাইকেল ভাঙচুর, নগদ অর্থ ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় অভিযুক্তরা। উপায় না পেয়ে থানায় মামলা দায়ের করি।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই আব্দুল করিম এ ব্যাপারে জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।