• আজ ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান ফটকে তালা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা | ভারতীয় হাইকমিশনারকে তলব | ভারত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিজিবির শক্ত অবস্থানে: স্বরাষ্ট্র উপদেষ্টা | গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় একাত্মতা কুবি শিক্ষকদের | গণহত্যার দায়ে কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ | সাকিব ও লিটনকে বাদ দেয়ার যে ব্যাখ্যা দিল বিসিবি | ‘জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয়’ | সীমান্তে ফের উত্তেজনা, বিএসএফের নতুন সিদ্ধান্ত | ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে নৈশভোজ আ. লীগের পলাতক নেতার  | ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ফেরত চেয়ে বাকৃবিতে বিক্ষোভ |

শ্রীনগরে ব্যবসায়ী যুবকের ওপর হামলা

| নিউজ রুম এডিটর ১২:৫১ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৩, ২০২২ জাতীয়

মো:ফারুক খান,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার মসজিদ মার্কেটের ব্যবসায়ী মিল্লাত হোসেন শূভ (২৬) নামে এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এ সময় শুভ’র ব্যক্তিগত মোটরসাইকেল ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে হামলাকারীদে বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার শুভর পিতা বেজগাঁও গ্রামে আফজাল হোসেন বাদী হয়ে শ্রীনগর চলাপট্রির সাজিদ (২০), এসকে সৌরভ (২৫), ওবায়দুর (৩৫), ইয়াছিন (২০) ধাইসারের আকশ (১৯) সহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৩।

স্থানীয় ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি দুপুরের দিকে শ্রীনগর বাজার মসজিদ মার্কেটের নিচ তলায় আল-মদিনা বোরকা হাউজ নামক ব্যবসা প্রতিষ্ঠানে এসে নিজস্ব দোকানের মালামাল ক্রয়ের জন্য আফজাল হোসেনের ছেলে মিল্লাত হোসেন শুভ নগদ ৭৫ হাজার টাকা নিয়ে বের হয়। এ সময় মার্কেটের পাশে কলেজ রোডে রাখা মোটরসাইকেলের সামনে আসলে বখাটের দল শুভ’র ওপর হামলা চালায়। মামলা দায়েরের পর থেকেই আসামীরা গা ঢাকা দেয়।

আফজাল হোসেন বলেন, আমার ছেলে শুভকে মারধর করে তার চোখ মারাত্মক জখম করে সাজিদ, এসকে সৌরভ ও তার সহযোগীরা। এ সময় শুভ’র মোটরসাইকেল ভাঙচুর, নগদ অর্থ ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় অভিযুক্তরা। উপায় না পেয়ে থানায় মামলা দায়ের করি।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই আব্দুল করিম এ ব্যাপারে জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।